মো:মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,
জামালপুর জামালপুর মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে পৃথক স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত সরকারী ৮২ বস্তা চাল উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। উপজেলার ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা এলাকার মরহুম আফছার আলীর ছেলে মকবুল হোসেন মুকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে সুজন মিয়া (৩০) নামের ২ কালোবাজারিকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ । সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। স্থানীয় সুত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা এলাকার মরহুম আফছার আলীর ছেলে মকবুল হোসেন মুকুল ও আফজাল হোসেনের ছেলে সুজন মিয়া সহ ১৪/১৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবাধে সরকারি চাল কেনাবেচা করে আসছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এসআই জ্যোতির্ময় সরকার মিশু ও এসআই সাজেদুল ইসলাম এর নেতৃত্বে রবিবার সন্ধ্যা ৬ টায় ফুলকোচা এলাকার আফাজ উদ্দিন মান্নান (৫৫) নিজ বাড়ী থেকে সরকারি বস্তা থেকে পরিবর্তন করা সাদা প্লাষ্টিকের ৫০ কেজির বস্তায় ৬০ বস্তা ও একই গ্রামের নওশের আমেজ (৫০) এর বাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত সরকারী ৩০ কেজির বস্তার ২০ টি বস্তা উদ্ধার করেন মেলান্দহ থানা পুলিশ। পরে সেই উদ্ধার হওয়া চাল গুলো মুকুল ও সুজন তাদের চাল বলে দাবী করলে তাদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এরপর রাতেই এসআই বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫(বি) ধারায় ৪ জনের নাম উল্লেখ্য ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে। গ্রেফতারের সময় চাল কালোবাজারী মকবুল হোসেন মুকুল ও সুজন মিয়া জানান, তারা দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছে। তাদের এ ব্যবসায় আরো ১০/১৫ জন ব্যক্তি জড়িত আছে। এদিকে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তথ্য নির্ভর সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি ঘর থেকে মোট ৮২ বস্তা চাল উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। পরে ৪ বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।