
মো: ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অবৈধ ভাবে চায়না দুয়ারি ও বের জাল দিয়ে কিছু প্রভাবশালী দখল করে মাছ শিকার করা প্রায় ২০ হাজার মিটার জাল উঠিয়ে পুড়িয়ে খাল উন্মুক্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার (১৫ মার্চ) সকলে গোপন সংবাদের ভিত্তিতে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিম ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এই অবৈধ জালগুলোকে জব্দ করা হয়। পরে স্থানীয়দের সম্মুখেই সেগুলোকে পোড়ানো হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই নীলগঞ্জ ইউনিয়ন উন্নত একটি কৃষি প্রধান ইউনিয়ন। এখানে শত শত কৃষক এই খালের দুই পারে কৃষি কাজ করে থাকেন। কিন্তু কিছু অসাধু ছেলেদের কারণে এবং অবৈধ জাল ব্যবহার করে তারা এই প্রবাহ আটকিয়ে রাখছিলেন। আজকে এই খালগুলো উন্মুক্ত রাখা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভিযান চালিয়ে পাঁচটি পয়েন্ট থেকে ২০ হাজার মিটার দল জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।