
-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সন্তোষের ঐতিহ্যবাহী জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। মঙ্গলবার ২৮ অক্টোবর পাঠাগার উদ্বোধন করেন পাঠাগারের পৃষ্ঠপোষক রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়া চান-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিভা সাহা, নাজনীন আক্তার, শিরিন আক্তার, সেলিনা আক্তার ও রবীন্দ্রনাথ চৌধুরী প্রমুখ ।