মুহাম্মদ আজিজুর রহমান খান নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে “তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। সভাপতিত্ব করেন মরহুম তারাব উদ্দিন তালুকদারের কন্যা ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী খানের স্ত্রী আছিয়া বারি খান। সঞ্চালনায় ছিলেন সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান এবং দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সম্পাদক জামাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রধান শিক্ষক মো. মোক্তার উদ্দীন, শিক্ষাবিদ ও সমাজসেবক এম এ জিন্নাহ্, আব্দুল্লাহ আল মামুন মুকুল, মো. রফিকুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার আলী আকবর তালুকদার মিয়া, প্রভাষক ও সাংবাদিক তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, এবং মরহুম তারাব উদ্দিন তালুকদারের ছেলে শাফিউল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, ভালো ফলাফল জীবনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ হলেও সবার আগে ভালো মানুষ হওয়া আবশ্যক। “তারাব উদ্দিন তালুকদার স্মৃতি বৃত্তি পদক” শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক প্রভাব রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। আমেরিকা প্রবাসী হাবিবুল ইসলাম তালুকদার, মরহুম তারাব উদ্দিন তালুকদারের ছেলে, অনুষ্ঠানে ঘোষণা দেন—
বাবার নামে গঠিত এই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পূর্ণ দায়িত্ব তিনি নেবেন। এ বৃত্তি আগামীতে এইচএসসি পর্যায় পর্যন্ত চালু থাকবে।