ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ তালুকদারের বাবার আত্মার মাগফিরাত কামনায় ২৫'শে জানুয়ারি ২০২২ইং মঙ্গলবার, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অত্র ইউনিয়নের আওয়ামী লীগের পার্টি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদার, ইউপি মেম্বারসহ অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য গত ২১'শে জানুয়ারি ২০২১ইং বৃহস্পতিবার সকালে দিবাকরকাঠি নিজ গ্রামে নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়েইন্তেকাল করেন, আব্দুর রশিদ তালুকদার ছিলেন অত্র ইউনিয়নের সাবেক দফাদার, ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।