
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদী পাড়া এলাকায় স্ত্রী কুলসুমের গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্বামী হানিফ। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত স্ত্রী কুলসুমকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে কুলসুমের গলার শ্বাসনালী কেটে যাওয়ায় অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার নদী পাড়া এলাকায় হঠাৎ করে নিজের স্ত্রী কুলসুমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে হানিফ। এ সময় গুরুতর আহত অবস্থায় স্ত্রী কুলসুম মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ হানিফকে ধাওয়া করে আটক করে। পরে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আহত কুলসুমকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার গলার শ্বাসনালী কেটে যাওয়ায় জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্ত হানিফকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আহত কুলসুমের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।