মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার বিকালে রোগীদের খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা ও চিকিৎসকদের তত্ত্বাবধান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
মাওলানা আবু তালিব বলেন, “মানবসেবা ইসলামের অন্যতম দিক। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইমানের দাবি। চিকিৎসা সেবার মানোন্নয়নে আমি সর্বদা জনগণের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচিত হলে আমি এ বিষয়টিকে অগ্রাধিকার দেব।”
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী’র প্রশিক্ষণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।