মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মো. আনিসুজ্জামান (৪৫) নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে ১ বছর ৬ মাস ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তাহার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা দর্শনায়।
ঘটনা সূত্রে জানা যায়, আজ দুপুর কোটচাঁদপুর বলুহার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনিসুজ্জামান কর্মঠ, দায়িত্বশীল এবং সহকর্মীদের কাছে অত্যন্ত সুনামধন্য ছিলেন বলে জানান কোটচাঁদপুর থানার পুলিশ কর্মকর্তারা। তাঁর মৃত্যুতে থানায় শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এই ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। সড়ক দুর্ঘটনার এমন নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।