শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি,
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ভ্যানে চড়াতে রাজি না হওয়ায় তাদের কুপিয়ে জখম করা হয়। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ডাব বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার ছেলে ইজাজুল হোসেন (২২)। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাজিত পুর গ্রামে।
স্থানায়রা জানান, জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারে ভ্যানে করে ঝাল-মুড়ি বিক্রী শেষে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময় গোয়ালপাড়া বাজারের আব্দুর রহিমের ছেলে শিমুল তাদের ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। জাহাঙ্গীর হোসেন বলে ‘আযান হলো, আমি নামাজ পড়ে বাড়ি যাব, এখন অন্য কোথাও যেতে পারছি না। এ কথা শুনে শিমুল দা দিয়ে বাপ-বেটাকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
অপরাধীকে ধরতে পুলিশী অভিযান চলছে বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।