মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আমির আলহাজ জুলফিকার, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
গণসংযোগকালে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “আমরা চাই মানবিক, জুলুমমুক্ত, চাঁদামুক্ত ও ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করতে। এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন, “সোনার আহ্বান মানবিক সমাজ গঠনের জন্য এবার দাঁড়িপাল্লায় ভোট দিন।”