
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের দায়ে এক নারী মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াকর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম রুমা খাতুন। তিনি জলিলপুর মাঠপাড়া এলাকার মৃত আতিয়ারের মেয়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াকর আহমেদ বলেন, মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ (গাঁজা) রুমা খাতুনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক শ টাকা জরিমানা করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশপুরে নিয়মিত অভিযান আরো জোরদার করা হয়েছে।