
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ভোরে ও গতকাল রাতে পৃথক চারটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।অদ্য (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৫-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঠপাড়া বিলে হাবিলদার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই দিন সকাল ৫টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে প্রায় ৩০০ গজ ভেতরে নতুনপাড়া গ্রামের আমবাগানে হাবিলদার মোঃ নাসির হাওলাদারের নেতৃত্বে অভিযানে উদ্ধার করা হয় ৪৩ বোতল ভারতীয় মদ।এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস থেকে ২০০ গজ ভেতরে হালদারপাড়া গ্রামের পাশের মোঃ মনিরের আমবাগানে হাবিলদার মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৩৭০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৭১/১-এস থেকে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর তেতুলতলা এলাকা থেকে নায়েক মোঃ তারিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় আরও ৫০ বোতল ভারতীয় মদ।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত সব মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।