মোঃ শাকিল রেজা স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুরে শাহ আলম (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আটককৃত শাহ আলম মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া মৃত মিজনুর রহমানের ছেলে।
মহেশপুর থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানাজায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ২৫৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৪৯,১৫০ টাকা এবং মোট ৩টি মোবাইল ফোন (২টি বাটন ফোন ও ১টি অ্যান্ড্রয়েড ফোন) উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে কর্ডন ও সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে, যার নং ৫৭। বুধবার বিকালে ঝিনাইদহ বিশেষ আদালতে হাজির করে তাকে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।