লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মো: আজিম-উল -আহসান মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো: মাহাব্বুর রহমান মহেশপুর থানার নেতৃত্তে ভৈরবা পুলিশ ক্যাম্প মহেশপুর থানা, ঝিনাইদহ পুলিশের একটি আভিযানিক দল এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল মান্নান, এর নেতৃত্বে জীবনের ঝুকি নিয়ে অভিযান পরিচালনা করে ইং-১২/০১/২০২৪ইং মহেশপুর থানাধীন ৬নং নেপা ইউনিয়নের মাইলবাড়ীয়া পূর্বপাড়া গ্রামস্থ আসামী মোঃ আলাউদ্দিন @ সালাউদ্দিন এর বসত বাড়ীর পূর্বপাশে গলিরাস্তার কালভার্ট এর উপর হইতে আসামী ১. মোঃ আলাউদ্দিন @ সালাউদ্দিন(২৯), পিতা-মনিরুল ইসলাম @ মনিরুল ডাক্তার, মাতা-মর্জিনা খাতুন, গ্রাম-মাইল বাড়ীয়া (পূর্বপাড়া) , থানা- মহেশপুর, জেলা -ঝিনাইদহ'কে ৫৩ (তিপ্পান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।