
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সার সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এক ব্যবসায়ী গোপনে বিপুল পরিমাণ সার মজুদ করে রাখেন। খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন প্রশাসনের সহায়তায় মজুদ সার জব্দ করে।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সার মজুদ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে সতর্ক অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে কঠোর নজরদারির আশ্বাস দেন।
অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমানুষের প্রতিনিধিরা।
স্থানীয় কৃষকরা বলেন, এ ধরনের অভিযান কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।