
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা দোয়েল চত্বর মড়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন, উক্ত
অনুষ্ঠানের উপজেলা নায়েবে আমীর মোঃ কুতুব উদ্দিন এর সভাপতিত্বে ও হরিনাকুন্ডু পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইদ্রিস আলী স্যারের
সঞ্চালনায় আজকের অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী উপজেলা নির্বাচন হরিনাকুন্ডুর আধুনিক রূপকারের স্বপ্নদ্রষ্টা হরিনাকুন্ডু উপজেলা আমীর
মোঃ বাবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসাইন, পৌর আমীর মোঃ শফী উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ সাদিকুর রহমান ও আব্দুল মতিন, শুরা সদস্য মোঃ উসমান গনি মাস্টার ও মোঃ আরমান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সোহরাব হোসেন।
অনুষ্ঠানে বক্তারা ইতিহাসের এই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, ঐক্য ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা আমীর মোঃ বাবুল হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের প্রকৃত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা এমন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ, যেখানে সকল নাগরিক ন্যায় ও সমঅধিকার ভোগ করবে। দোয়া মাহফিলে ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।