মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়। এরমধ্যে ঝিনাইদহের ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর থানায় ওসি হিসেবে মেহেদী হাসান, কালীগঞ্জ থানায় মো. জেল্লাল হোসেন, হরিণাকুণ্ডু থানায় গোলাম কিবরিয়া হাসান, ঝিনাইদহ সদর থানায় সামছুল আরেফিন, শৈলকুপা থানায় হুমায়ুন কবির মোল্লা ও কোটচাঁদপুর থানায় মো. আসাদুজ্জামানের নাম প্রস্তাবিত হয়েছে।
এর আগে গত ৩০ নভেম্বর ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজ আফজাল।