
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারের পাশ থেকে অজ্ঞাতনামা এক মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন বাজার সংলগ্ন রাস্তার পাশে মহিলাটিকে পড়ে থাকতে দেখে প্রথমে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
পরে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের কেউই ওই মহিলাকে চিনতে পারেননি। তিনি কেন, কীভাবে বাজারের পাশে অজ্ঞান হয়ে পড়লেন—এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ বলছে, চিকিৎসার পাশাপাশি মহিলার পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতেও তথ্য পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর থানার একজন কর্মকর্তা জানান, “মহিলার পরিচয় পেলে তার পরিবারকে খুঁজে বের করা সহজ হবে। কেউ যদি তাকে চিনে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ করছি।”
অজ্ঞাতনামা এই মহিলার পরিচয় শনাক্তে স্থানীয়দের সহায়তা কামনা করেছে পুলিশ।