শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ঘোষনা
নাটোরের নলডাঙ্গায় পেট্রোল বোমা ও ককটেলসহ সাবেক এমপির নাম সম্বলিত ব্যানার উদ্ধার নাটোরের নলডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরার মিলবাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় জাতীয় পার্টি নেতা বাপ্পির মায়ের জানাযা ও দাফন সম্পন্ন শৈলকুপায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা ও পৌর ছাত্রদলের শোক সভা ও দোয়া মাহফিল অভিযোগ না কি প্রতিশোধ? গলাচিপায় সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ ১৫ জন আসামি রোমো গ্রুপের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গভীর শোক ও দোয়া কামনার মধ্য দিয়ে ডেন্টাল পরিষদ বগুড়া জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় শোক সভা ও দোয়া অনুষ্ঠান মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ পারাপারে আটক ২ শীতের রাতে আদিবাসীদের পাশে দাঁড়ালেন ইউএনও মাহফুজুর রহমান মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সাদিকুল ২৫ নামের এক যুবক আত্মহত্যা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মধ্যহ ভোজের আয়োজন করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করলেন মাহমুদ হাসান খান বাবু জাতীয় কবিতা উৎসব উপলক্ষ্যে ঢাবি টিএসসিতে জাতীয় কবিতা পরিষদের দপ্তর উদ্বোধন। বোয়ালখালীতে ডাকাতি ও চুরি আতঙ্কে এলাকাবাসী। কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকারীর পুরস্কার গ্ৰহণ করছেন সাংবাদিক কন্যা সামিয়া

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পঠিত

 

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরেও খালি হাতে ফিরছেন রোগীরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষজন। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক বা ফার্মেসি থেকে ওষুধ কিনছেন।

জানা যায়, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ৬ উপজেলার ৬৭ টি ইউনিয়নের  ১৮৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার। এক বছর আগেও এসব ক্লিনিক থেকে জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথাসহ সাধারণ রোগের জন্য বিনামূল্যে ২৭ প্রকার ওষুধ সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্লিনিকে মাত্র ২ থেকে ৩ প্রকার ওষুধ রয়েছে, আবার কোথাও একেবারেই ওষুধ বিতরণ বন্ধ রয়েছে। ওষুধ নিতে এসে দিনের পর দিন ফিরে যেতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।
ঝিনাইদহ সদর উপজেলার রঘুনাথপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা কৃষক নজরুল ইসলাম বলেন, আজ কয়েক মাস ধরে এখানে এসে ওষুধ পাচ্ছি না। আগে তো সব রকম ওষুধ পাওয়া যেত। এখন আসলে শুধু কথা বলেই পাঠিয়ে দিচ্ছে।
রাশিদা খাতুন নামের আরেক সেবা প্রত্যাশী বলেন, আমার ছোট ছেলেটার জ্বর আর ঠান্ডা লেগেছে। আগেও এখান থেকে ফ্রি ওষুধ নিছি। আজ এসে শুনি ওষুধ নেই। গরিব মানুষের জন্য এই ক্লিনিক, কিন্তু এখন তো কোনো উপকারই পাচ্ছি না। বাইরে থেকে ওষুধ কিনতে হলে তো ৪-৫’শ টাকা লাগবে।
কালুহাটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার মাজেদুল হক বলেন, আমাদের কাছে রোগী আসে, কিন্তু দেওয়ার মতো ওষুধ নেই। এতে রোগীরাও ক্ষুব্ধ হচ্ছেন, আমরাও বিব্রত হচ্ছি। এখন রোগী আসলে শুধু স্বাস্থ্য শিক্ষা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমাদের তো কিছু করার নেই।
এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন মো. কামরুজ্জামান বলেন, সরকারি ভাবে ওষুধ সরবরাহ একদম কমে গেছে। কবে নাগাদ ঠিক হবে তাও সিওর বলা যাচ্ছে না। আশা করছি দ্রুতই ওষুধ সরবরাহ ঠিক হলে এই সংকট কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991