সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
মাদারগঞ্জের ৬নং আদারভিটা–বন্দধলীতে নারী নির্যাতনের অভিযোগ বগুড়ায় ভেজাল খেজুর গুঁড়ের কারখানায় অভিযান: ৫০ কেজি গুঁড় জব্দ, ১০,০০০ টাকা জরিমানা স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় রিকশা ও হুইল চেয়ার বিতরণ। মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী গাজীপুরের শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত শৈলকুপায় ফসলি জমির মাটি কাটায় ‘মাটি খেকো’ রাহাতুলকে এক লক্ষ টাকা জরিমানা সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন ফিরে পেলেন ডাঃ শহিদুল আলম রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করতে গুণগত শিক্ষা ব্যবস্থা অপরিহার্য — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ঝিনাইদহে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে মানহানির মামলা সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান রাজশাহীর বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ক্লিনিক মালিককে ২ লাখ টাকা জরিমানা নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল শাহজাদপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ;পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায়: দোকান ও অটোরিকশা বিধ্বস্ত, আহত একাধিক পল্লবীতে শহীদ মিরাজ ও শুভ’র পরিবারের পাশে আমিনুল হক ঝিনাইদহে নারী ক্রীড়াঙ্গনের অগ্রদূতদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার আহ্বান প্রশাসনের ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার দুটি অবিস্ফোরিত গ্রেনেড গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে মহনা (১১) এর আত্মহত্যা

ঝিনাইদহে নারী ক্রীড়াঙ্গনের অগ্রদূতদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার আহ্বান প্রশাসনের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

 

মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে নারী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। এ ছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও কৃতি নারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া ক্রীড়ার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ঝিনাইদহের নারী খেলোয়াড়রা প্রতিকূলতা পেরিয়ে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করছে, যা জেলার জন্য গর্বের। প্রশাসনের পক্ষ থেকে নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ানো, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় নারী ক্রিকেট দলে ডাক পাওয়া জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, জাতীয় হকি দলে ডাক পাওয়া রিয়া আক্তারসহ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—জাতীয় কাবাডি যশোর জোনের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার রানার্সআপ, অনূর্ধ্ব-২৩ ভলিবল প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়সহ মোট ৪০ জন নারী খেলোয়াড় ও সংগঠক।
সংবর্ধিত খেলোয়াড়রা বলেন, এ স্বীকৃতি তাদের আরও দায়িত্বশীল করবে এবং ভবিষ্যতে দেশ ও জেলার জন্য আরও ভালো ফল এনে দিতে অনুপ্রেরণা জোগাবে। তারা নিয়মিত প্রশিক্ষণ, উন্নত ক্রীড়া অবকাঠামো ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির দাবি জানান।
অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত নারী খেলোয়াড় ও সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা ঝিনাইদহে নারী ক্রীড়ার অগ্রযাত্রাকে নতুন গতি দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991