মোঃ পারভেজ ঝিনাইদহ
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটের সময় বারবাজার হাইওয়ে থানার এসআই মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ফুলবাড়ী গেট এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল থামিয়ে প্রসাব করার নাম করে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা মৃত জালাল উদ্দিন, সাং-উজানগ্রাম, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া কে আটক করে পুলিশ। পরবর্তীতে সিরাজুলের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৮,০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets ) উদ্ধার করা হয়। এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান , মাদক প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।