
মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। পুরো আয়োজন সার্বিকভাবে পরিচালনায় ছিল ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি।
দোয়া মাহফিলকে ঘিরে এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
দোয়া মাহফিলে এম এ মজিদ বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা আজ মানুষের প্রত্যাশা। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করছি।
অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার সুস্থতা ফিরলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
দোয়া মাহফিল শেষে দেশ, জনগণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।