দিনের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ম্যুরালে জেলা প্রশাসক জনাব মনিরা বেগমের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী/বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ ও সর্বস্তরের জনগণ পুস্পমাল্য অর্পণ করেন। এর পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জনাব মনিরা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল হাই, জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ - ০১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোছা: খালেদা খানম; ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম অপু; ঝিনাইদহের পুলিশ সুপার জনাব আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার); উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ জনাব মো: ইয়ারুল ইসলাম; ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মো: সেলিম রেজা পিএএ; ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু; ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব কাইউম শাহরিয়ার জাহেদী হিজল; ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মকবুল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীগণ। আলোচনা সভার শেষে শিশুদের উপস্থিতিতে সম্মানিত অতিথিগণ কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেন।