
মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহ সদর পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন।
রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা বেগম। এছাড়াও সভায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রহল্লাদ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক দীপঙ্কর ঘোষ ও সদস্য সচিব বিজন কুমার ঘোষসহ জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক, ভোটারদের করণীয় ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। এ সময় নির্বাচন সংক্রান্ত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “ঝিনাইদহে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার আশ্বাস দেন।
সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, এমন নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসন ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যে কোনো সমস্যা উদ্ভূত হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।