
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি ঝিনাইদহ শহরের _ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
বক্তারা বলেন, হাদীর উপর এ ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে দাবি করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
প্রতিবাদ মিছিলে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।