
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সকালে শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ টেক্সটাইল কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
স্বেচ্ছাসেবীরা জানান, প্রতিবারের মতো এবারও শীত মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। শহরের ফুটপাতবাসী, কর্মহীন শ্রমিক, বৃদ্ধ ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা।
ঝিনাইদহ টেক্সটাইল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা স্বপ্নচূড়ার এই মানবিক কাজে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
স্বপ্নচূড়া সংগঠনের নেতৃবৃন্দ জানান, শীত নেমে আসার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্ট বাড়ে। তাই তাদের কষ্ট লাঘবে সমাজের সকল সক্ষম মানুষের এগিয়ে আসা জরুরি।
মানবিক উদ্যোগের ফলে উপকারভোগীদের মাঝে স্বস্তির হাসি ফুটে উঠে।