আত্নহত্যার পেছনের কারণ কি ? এটা কি হত্যা, নাকি আত্নহত্যা ? জানতে চাই ঐ মহিলা কারারক্ষীর স্বজনরা। তাদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ না ডেকে বাসার মালিক কেনো ঝুলন্ত লাশ উদ্ধার করলো? আসলেই কি সে গলায় রশি নিয়ে ঝুলে ছিল, নাকি তাকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে ? সে তো ভাড়া বাসায় ছিল না। যে বাসায় ঐ মহিলা কারারক্ষীর আত্নহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, মুলত সেই বাসা ছিলো ঐ মহিলা কারারক্ষীর আপন ননদের বাসা। স্বজনদের অভিযোগ এর আগেও বেশ কয়েকদিন তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল তার স্বামী মাছুদ। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই মৃত্যুর আসল রহস্য জানতে চাই কারারক্ষীর স্বজনরা।