
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীরা।
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ মিছিলে নেতৃত্ব প্রদান করেন এবং দলের কর্মীদের উদ্দীপনা বাড়াতে অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দলের ঐক্যবদ্ধতা প্রদর্শন করেন।
মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নির্বাচনী উত্তেজনার মধ্যেও দলের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।