
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ঝিনাইদহ বিসিক বিজয় মেলা ২০২৫। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও বিসিক জেলা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলাটি ইতোমধ্যে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে। শিল্প, বাণিজ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনের পরপরই ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্যোক্তা, শিল্পপতি ও স্টল মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পণ্য, উৎপাদন প্রক্রিয়া ও বাজার সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। জেলা প্রশাসক মেলার সার্বিক ব্যবস্থাপনা ও অংশগ্রহণকারী উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “বিসিক বিজয় মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ। এ ধরনের মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি উদ্যোক্তাদের মানসম্মত পণ্য উৎপাদন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মেলায় বিসিকের আওতাভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, কৃষিভিত্তিক পণ্যসহ নানা ধরনের স্টল স্থান পেয়েছে। দর্শনার্থীরা এক জায়গায় দেশীয় পণ্যের বৈচিত্র্য উপভোগের পাশাপাশি সরাসরি উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। এতে যেমন ক্রেতারা লাভবান হচ্ছেন, তেমনি উদ্যোক্তারাও তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছেন।
মেলা ঘিরে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে অনেকে আনন্দের পাশাপাশি দেশীয় শিল্প সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রদর্শনী এবং উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক কার্যক্রম থাকায় দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ঝিনাইদহ বিসিক বিজয় মেলা ২০২৫ জেলার শিল্পোন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেলাটি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়েছেন আয়োজকরা।