ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমিন আরা,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় শহরের কবি সুকান্ত সড়কে অবস্থিত
ইউনিট কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভা ও নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাসেবক ও সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি মোঃ আবদুল্লাহ আল মাসউদ। তিনি বলেন, “রেড ক্রিসেন্ট মানুষের দুঃসময়েে পাশে দাঁড়ানোর যে মানবিক দায়িত্ব পালন করে আসছে,
তা আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তাঁর বক্তব্য উপস্থিত সদস্যদের
অনুপ্রাণিত করে।
সভায় ইউনিটের ভবিষ্যৎ পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ জোরদার এবং মানবিক সহায়তা আরও সহজলভ্য করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, ঝিনাইদহ ইউনিটের কার্যক্রম ইতোমধ্যে জেলার মানুষের আস্থা অর্জন করেছে; নতুন কমিটি এ ধারাবাহিকতা আরও এগিয়ে নেবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তী সময়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে ২০২৫–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ২০২৫ / ২০২৭ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে ঘোষিত তফসিল মোতাবেক ২২ নভেম্বর ২০২৫ তারিখ নির্বাচন ও ফলাফল ঘোষণা সময় ছিল,
নির্ধারিত সময়ের মধ্যে ০১ ভাইস- চেয়ারম্যান ০১জন সেক্রেটারি এবং ০৫জন কার্যনির্বাহী সদস্য পদ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়,
নির্বাচিত সম্মানিত সভাপতি আব্দুল আল মাসউদ
ঝিনাইদহ জেলা প্রশাসক ও চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝিনাইদহ,
সম্মানিত সেক্রেটারি নির্বাচিত হন আহসান হাবীব রণক ।
উপস্থিত ভোটাররা জানান, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে রেড ক্রিসেন্ট মানবিক সেবার মানসিকতাকেই
প্রতিফলিত করেছে।
অনুষ্ঠানে ইউনিটের কর্মকর্তা, কর্মী, সদস্য ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
সমগ্র আয়োজনজুড়ে সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা এবং মানবিকতার চেতনা ছিল চোখে পড়ার মতো, যা রেড ক্রিসেন্টের দীর্ঘদিনের সুনামকে আরও সমুজ্জ্বল করেছে।