ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-
কক্সবাজার টেকনাফ নাফনদী সীমান্তে মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযানে এক লাখ (১,০০,০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদককারবারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া বিওপি সংলগ্ন জাদিমুড়া এলাকায় নাফ নদীতে কৌশলগতভাবে নৌ-টহল জোরদার করে। ভোর আনুমানিক ৩টার দিকে মায়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নদী সাঁতরে বাংলাদেশের দিকে অগ্রসর হলে বিজিবির নৌ-টহল দল তাদের ঘিরে ফেলে।
এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজনকে এক লক্ষ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাতের অন্ধকারে অপর সহযোগীরা নদী পার হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তি মো. সালাম (৩৫)। তিনি ২৭ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা বলে জানানো হয়েছে। পলাতক অপর দুই আসামির পরিচয় শনাক্ত করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।