শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ঘোষনা
নাটোরের নলডাঙ্গায় পেট্রোল বোমা ও ককটেলসহ সাবেক এমপির নাম সম্বলিত ব্যানার উদ্ধার নাটোরের নলডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরার মিলবাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় জাতীয় পার্টি নেতা বাপ্পির মায়ের জানাযা ও দাফন সম্পন্ন শৈলকুপায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা ও পৌর ছাত্রদলের শোক সভা ও দোয়া মাহফিল অভিযোগ না কি প্রতিশোধ? গলাচিপায় সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ ১৫ জন আসামি রোমো গ্রুপের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গভীর শোক ও দোয়া কামনার মধ্য দিয়ে ডেন্টাল পরিষদ বগুড়া জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় শোক সভা ও দোয়া অনুষ্ঠান মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ পারাপারে আটক ২ শীতের রাতে আদিবাসীদের পাশে দাঁড়ালেন ইউএনও মাহফুজুর রহমান মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সাদিকুল ২৫ নামের এক যুবক আত্মহত্যা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মধ্যহ ভোজের আয়োজন করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করলেন মাহমুদ হাসান খান বাবু জাতীয় কবিতা উৎসব উপলক্ষ্যে ঢাবি টিএসসিতে জাতীয় কবিতা পরিষদের দপ্তর উদ্বোধন। বোয়ালখালীতে ডাকাতি ও চুরি আতঙ্কে এলাকাবাসী। কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকারীর পুরস্কার গ্ৰহণ করছেন সাংবাদিক কন্যা সামিয়া

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী শাখা কর্তৃক রাজশাহী মেডিকেল কলেজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও র‍্যালি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির ঘোষিত শোক সপ্তাহের অংশ হিসেবে আজ ১ জানুয়ারি ২০২৬ সকাল ১১ঃ৩০ মিনিটে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা শাখার আয়োজনে এক শোক সভা ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।
ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ড্যাব রাজশাহী জেলার সম্মানিত সভাপতি ডা. মোঃ ওয়াসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুর সঞ্চালনায় রামেক সভাকক্ষে অনুষ্ঠিত শোকসভায় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার সম্মানিত সভাপতি ডা. মোঃ মোফাখখারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ. কে. এম. গোলাম কিবরিয়া ডন, বিএসএ-সিসিপিপি রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. মোঃ লতিফুর রহমান অপু, সহ-সভাপতি ডা. মোঃ আবুল হাসানাত ডাবলুসহ ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাজশাহী মেডিকেল কলেজ, বারিন্দ মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের চিকিৎক ও ছাত্র নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের চিকিৎসকবৃন্দ।
শোক সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার উপর ভিত্তি করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও প্রশংসিত অবিসংবাদিত নেতা। তাঁর আগ্রাসন ও আধিপত্যবিরোধী অনড় মনোভাব এবং গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করার মানসিকতার জন্য তিনি পেয়েছেন আপসহীন দেশনেত্রীর স্থান। গণতন্ত্রের জন্য অনমনীয় মনোভাব ও দেশমাতৃকার জন্য অকুন্ঠ ভালোবাসার কারণে তিনি বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক অমানবিক অত্যাচার, নির্যাতন ও কারবরণের শিকার হন। এত কিছুর পরেও তিনি হার মানেননি, দেশ ছেড়ে যাননি এবং দীর্ঘ রোগভোগের পর ৩০ ডিসেম্বর ২০২৫ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত তাঁর জানাজায় তাই তিলধারণের জায়গা ছিল না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এবং কোটিরও অধিক মানুষ এবং ৩২ টিরও অধিক দেশের কূটনীতিকদের উপস্থিতিতে স্মরণকালের বৃহত্তম জানাজার মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

রাজশাহীর সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উপস্থিতিতে দেশনেত্রীর জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মাগফেরাত কামনা করা হয়।
আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991