রিপোর্ট: মোহাম্মদ দিদার আলম, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার তৎপর ও দক্ষ পুলিশের অভিযানে তিন দিন পর অপহৃত ৬ মাস বয়সী শিশু কন্যা রুবাইয়া আক্তার তানহাকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় শিশুটিকে অপহরণের অভিযোগে সিমা আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ১ অক্টোবর ২০২৫ তারিখে বিকেল ৪টা থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে। ওইদিন ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকার সাখাওয়াতের ভাড়াঘর থেকে শিশু তানহাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত সিমা আক্তার।
অপহৃত শিশুর পিতা মোঃ রুবেল (২৭), পিতা-মোঃ হানিফ, মাতা-মোনোয়ারা বেগম, স্ত্রী-সাথী আক্তার, সাং-জগন্নাতপুর ভুইয়া, ৩নং ওয়ার্ড, মন্দবাগ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া— অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই তিনি আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটির খোঁজ শুরু করেন। কিন্তু সম্ভাব্য সব জায়গায় খুঁজেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে রাত ৯টার দিকে ডবলমুরিং মডেল থানায় বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন।
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হুমায়ুন কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় ও ওসি বাবুল আজাদের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ টিম গঠন করা হয়। টিমে ছিলেন এসআই জাহেদ উল্লাহ জামান, এসআই শহিদুল ইসলাম পারভেজ, এএসআই আসলামসহ অন্যান্য সদস্যরা।
পুলিশ দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালায়। অবশেষে ৪ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৬টা ১০ মিনিটে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সিমা আক্তারকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে **অপহৃত শিশু রুবাইয়া আক্তার তানহা (৬ মাস)**কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সিমা আক্তার (৩২)-এর ঠিকানা: পিতা মৃত আব্দুল খালেক, স্বামী ইসমাইল, সাং ওমত নগর, শংকরপাড়, মেইন রোড, আব্দুল খালেকের বাড়ি, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ। বর্তমানে সে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করছিল বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিমা আক্তার স্বীকার করে যে, ১ অক্টোবর বিকেলে সে মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকার ভাড়াঘর থেকে শিশুটিকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায়। তার উদ্দেশ্য কী ছিল তা জানতে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
এই ঘটনায় শিশুর পিতা মোঃ রুবেল বাদী হয়ে ডবলমুরিং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৭ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৭, তারিখ-০৪ অক্টোবর ২০২৫।
ওসি বাবুল আজাদ জানান,
> “শিশু রুবাইয়া আক্তার তানহাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে— এটা পুলিশের জন্য একটি বড় সাফল্য। আমরা সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। অপহরণকারীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”
উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
---
সংক্ষিপ্ত সারসংক্ষেপ:
🔹 অপহরণের তারিখ: ১ অক্টোবর ২০২৫
🔹 উদ্ধার অভিযান: ৪ অক্টোবর ২০২৫
🔹 উদ্ধার স্থান: কুমিল্লা রেলওয়ে স্টেশন
🔹 গ্রেফতার: নারী অপহরণকারী সিমা আক্তার (৩২)
🔹 উদ্ধার: ৬ মাসের শিশু রুবাইয়া আক্তার তানহা
🔹 মামলা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭ ধারা।