আবু আলম, শরীয়তপুর প্রতিনিধিঃ- ডুবাই প্রবাসী খবির সিকদার (৩৫), ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের চরমাল গ্রাম, ডগারপাড়া, মৃত ইউনুস সিকদারের ছেলে।
গত ১১ আগস্ট ডুবাই সময় বিকেল ৪ ঘটিকায় একই এলাকার ৬ নং ওয়ার্ড ভাধরী কান্দীর মোতালেব হাওলাদারের ছেলে সুলাইমান হাওলাদার খবির সিকদারকে সি আইডি দিয়ে আটক করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন।
১৪ আগস্ট সরে জমিনে গিয়ে জানা যায়, খবির সিকদারের বড় ভাই আবু আলম মুক্তির জন্য সুলাইমানকে ১৫ লাখ টাকা দিয়েছেন। বাকি ৫ লাখ টাকা না দিলে সুলাইমান হুমকি দিয়েছেন যে খবিরকে আবার সি আইডি দিয়ে আটক করে বাংলাদেশে পাঠানো হবে।
খবির সিকদারের পরিবার জানিয়েছেন, ১১ আগস্ট ডুবাই পুলিশের বিশেষ শাখা (সি আইডি) খবিরকে আটক করে। পরে সুলাইমান খবির সিকদারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ ২০ লাখ টাকা দাবি করেন।
স্থানীয় একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সুলাইমান ডুবাইয়ে খবির সিকদারসহ এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে জড়িত। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে প্রবাসীরা বিদেশে গিয়ে এই ধরনের প্রতারণা ও হয়রানির শিকার না হন।
ডামুড্যা থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান বলেন, “তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”