ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ায় সিএনজি-মিনি ড্রাম ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ১ জন, আহত হ ২ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় ডেঙ্গাগ্রাম চৌ-রাস্তা মোড়ে এঘটনা ঘটে। আঘাত সিএনজি ও মিনি ট্রাক জব্দ করে থানায় আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘটনার দিন সকালে দেবোত্তর থেকে খোয়া বাোঝাই মিনি ড্রামট্রাক একদন্ত উদ্দেশে রওনা দেয়। এসময় ধানুয়াঘাটা থেকে একটি যাত্রী বোঝাই সিএনজি ডেঙ্গাগ্রাম বাজার চৌরাস্তা মোড়ে পৌঁছালে মিনি ড্রাম ট্রাকে নিচে চাপা পড়ে
গুরুতর আহত হয় বাদাল এলাকার সাইদুল ইসলামের ছেলে সাহাদুল হোসন(৩৮), ঈশ্বরদী সাহা গোপালপুর নিজাম উদ্দীনের ছেলে সিএনজি চালক জীবন (২২)। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় সাহাদুলকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।