মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে মুক্তিযুদ্ধের মতোই কঠিন ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক শুধু ব্যক্তি নয়, ধ্বংস করে একটি পরিবার, সমাজ ও গোটা জাতিকে।”
তিনি বলেন, মাদকের ভয়াবহতা রুখতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হবে মাদকবিরোধী কমিটি। মাদক বিক্রেতা, সেবনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক মোজাম্মেল হক, ক্যাডেট জাহিদ হাসান, সেমন্তী জামান খান, এবং মোঃ জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি নাসিরউদ্দীন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানে মাদকবিরোধী পোস্টার প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, “সমাজ থেকে মাদক দূর করতে হলে শুধু প্রশাসন নয়, সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই আমরা পাবো একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জাতি।”