নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা–২ নির্বাচনী এলাকার ঢাকায় বসবাসরত প্রবাসী ভোটার ও সমর্থকদের নিয়ে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৫, বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিএমইএ ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা–২ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান (বাবু)।
তিনি প্রবাসী ভোটারদের উদ্দেশে বলেন,
“চুয়াডাঙ্গা–২ এর মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনাদের ভালোবাসা ও প্রত্যাশাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নকে নতুন গতিতে এগিয়ে নিতে চাই।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পরিবারের আহ্বায়ক, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস, দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি ও দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক জনাব এনামুল হক শাহ মুকুল। তিনি বলেন,
“দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে প্রবাসী এলাকাবাসীর সহযোগিতা অমূল্য। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো আন্দোলন–সংগ্রাম সফল করা সম্ভব।”
এছাড়াও ঢাকায় অবস্থানরত চুয়াডাঙ্গা–২ আসনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক সক্রিয়ভাবে সভায় অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসাহ, উদ্দীপনা ও সৌহার্দ্যে পরিপূর্ণ। পারস্পরিক আলোচনা, আগামীর পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করার অঙ্গীকারে সভা প্রাণবন্ত হয়ে ওঠে।