জানা গেছে, গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩ইং) বিকেল ৪টার দিকে আশুরিয়ার জামগড়া মীরবাড়ি এলাকায় এক যুবক কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা ঘটনা ফাঁস হয়। জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া এলাকার ধীরাইল গ্রামের শেখবাড়ির মৃত মিজানুর রহমান শেখের ছেলে মিলন শেখ (৩০), আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মীরবাড়ির ওমর মীরের বাড়ির ভাড়াটিয়া প্রতিবেশী এক পোশাক কারখানার শ্রমিকের শিশু কন্যা (০৫) কে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় এই নরপশুর হাত থেকে ছুঁটে দৌড়ে তার বাসায় চলে আসে এবং ভিকটিম শিশুর মা বাবাকে জানায়, এসময় ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীরসহ স্থানীয়রা উক্ত ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন, এরপর পুলিশ ঘটনাস্থলে এসে সেখান থেকে ধর্ষণ চেষ্টাকারী মিলনকে গ্রেফতার করেন।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক মীর বলেন,৫ বছরের শিশু কন্যা মেয়েটিকে যে শয়তানের মতো ধর্ষণের চেষ্টা করেছে, এই সংবাদ পেয়ে আমরা সচেতন নাগরিক হিসেবে বসে থাকতে পারিনা, তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছি।
বুধবার (১২ এপ্রিল ২০২৩ইং) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন,গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জামগড়া মীরবাড়ি এলাকার ওমর মীরের বাড়িতে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ভিকটিম শিশুটির কাছ থেকে ধর্ষণ চেষ্টাকারীর বিষয়ে বিস্তারিত জেনে শোনে ওই ধর্ষণ চেষ্টাকারী মিলন শেখকে গ্রেফতার করি, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার এই মামলার আসামীকে আদালতে হাজির করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও পুলিশের এই চৌকস অফিসার জানান।