স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব
রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের কয়েকটি জেলায় আজ বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। স্বল্পমাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা, ভূগর্ভস্থ গভীরতা আনুমানিক ১০ কিলোমিটার বলে জানা গেছে।
হালকা ঝাঁকুনির এই কম্পন শুধু ঢাকা নয়—ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও হবিগঞ্জেও বেশ স্পষ্টভাবে অনুভূত হয়। কম্পন টের পেয়ে অনেকেই ঘরবাড়ি ও ভবনের ভেতর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। শহরের বিভিন্ন এলাকায় সামাজিক মাধ্যমে দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়ে, যা অনেকের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি করে।
তবে আশার বিষয়—এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি, হতাহত বা বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্বল্পমাত্রার ভূমিকম্পকে স্বাভাবিক গণ্য করা হলেও ভূকম্পন প্রবণ অঞ্চলে ভবিষ্যতে ঝুঁকি এড়াতে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে উঁচু ভবন বা ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্তা কাঠামো আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
ঘটনার পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁরা কয়েক সেকেন্ডের জন্য ফ্যান, দরজা-জানালা কাঁপতে দেখেছেন। কেউ কেউ বলেন, হঠাৎ করে মাথা ঘোরার মতো অনুভূতি সৃষ্টি হয়, পরে তারা বুঝতে পারেন ভূমিকম্প হয়েছে।
সামগ্রিকভাবে, দেশের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানায়—এ মুহূর্তে আতঙ্কের কোনো কারণ নেই, তবু সতর্ক থাকা উত্তম।