সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর বিএনপির রাজনীতিতে উদীয়মান নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন মোঃ হায়দার খান নাগর। সততা, নিষ্ঠা ও জনসেবার আদর্শকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তৃণমূল পর্যায়ে। দলীয় কর্মীদের পাশে থাকা, সাধারণ মানুষের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা। মোঃ হায়দার খান নাগর বৃহত্তর উত্তরা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক, এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতি ও সংগঠনের প্রতিটি ধাপে তিনি দেখিয়েছেন দূরদর্শিতা ও কর্মনিষ্ঠা। তিনি বিশ্বাস করেন— জনসেবাই রাজনীতির মূল লক্ষ্য”। সেই বিশ্বাস থেকেই হায়দার খান নাগর নিজেকে নিবেদন করেছেন সমাজের অসহায় মানুষের সেবায়। স্থানীয় উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, “হায়দার খান নাগর এখন থেকেই যে জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে রূপ নেবে।” নেতাকর্মীদের মতে, তিনি একজন শিক্ষিত, ভদ্র, ত্যাগী ও সংগঠক নেতা, যিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, হায়দার খান নাগর এমন একজন তৃণমূলমুখী ও সেবামুখী নেতা, যিনি ঢাকা উত্তর বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম। তাঁর নেতৃত্বে দল পাবে নতুন গতি ও দিকনির্দেশনা। নিজের অঙ্গীকার প্রসঙ্গে মোঃ হায়দার খান নাগর বলেন, বিএনপির প্রবীণ নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ (অব.) বীর বিক্রম দীর্ঘ ৩৫ বছর ধরে যেভাবে দলের হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন, মোঃ হায়দার খান নাগরও তাঁর আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে দরিদ্র ও সাধারণ মানুষের পাশে থেকে সেবার ধারাকে অব্যাহত রাখছেন। জনসেবা, সততা ও নিষ্ঠা—এই তিন মূলমন্ত্রে অনুপ্রাণিত হায়দার খান নাগর আজ বিএনপির উত্তরাঞ্চলীয় রাজনীতিতে নতুন আস্থার প্রতীক। তাঁর নেতৃত্বে দল যেমন শক্তিশালী হবে, তেমনি জনগণও পাবে এক সৎ, কর্মঠ ও মানবিক প্রতিনিধি।