গৌরঙ্গ পাল সিনিয়র রিপোর্টার:-
ঢাকা-১৪ আসনে পরিবর্তনের বার্তা নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিরপুর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করে ভোটারদের কাছে পরিবর্তনের আহ্বান জানানো হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন মো. আওলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ভান্ডারি (ময়না)।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামিম আহমেদ, মিরপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরমার আহমেদ, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন সিকদার এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা রফিক মিয়া গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন।
গণসংযোগ কার্যক্রমে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক আমিন, মেহেদি হাসান সোহাগ, মনির, ময়েজ, দুলাল, মোগসেদ, ডালিম ও জালাল।
এ সময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১৪ আসনের মানুষ উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি একজন শিক্ষিত, দক্ষ ও জনবান্ধব প্রার্থী। তাঁকে নির্বাচিত করতে পারলে এলাকার অবকাঠামো উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির প্রতি সমর্থন জানান।