
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর তানোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা বিএনপি ও দুই পৌর বিএনপির উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) পড়ন্ত বিকেলে তানোর সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তানোর উপজেলা বিএনপির আহবায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) এম শরিফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সুপ্রিমকোর্টের সহকারী এর্টানী জেনারেল ব্যারিষ্টার শফিকুল হক মিলন, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, তানোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল। এসময় উপজেলা ও দুই পৌর বিএনপির প্রথম সারির নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।