মুহাঃ সানাউল্লাহ বেপারী সোনারগাঁ,(নারায়ণগঞ্জ)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পশ্চিম সনমান্দী হাফিজিয়া মাদরাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল তত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে মাদরাসার এতিম শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ শাহজালাল বলেন,
“তারেক রহমান আমাদের প্রেরণার উৎস। তার জন্মদিনকে স্মরণীয় করতে আমরা সবসময় মানবিক উদ্যোগকে প্রাধান্য দিই। ছাত্রদল শুধু রাজনীতি নয়, সামাজিক ও মানবিক দায়িত্বও পালন করে।”
তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের সেবা ও কল্যাণমূলক কাজে যুক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।