সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “তারুণ্যের স্বপ্ন, জনগণের প্রত্যাশা ও আগামী বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট পথনকশা হলো তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি। এই কর্মসূচিই আজ দেশের সাধারণ মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।”
তিনি বলেন, এদেশের মানুষের জীবনমান, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা ও প্রশাসনিক সংস্কারে যে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন—তা বাস্তবায়নের শক্তিশালী অঙ্গীকার রয়েছে ৩১ দফায়। তাই এই কর্মসূচিকে সফল করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। “ধানের শীষ শুধু নির্বাচনী প্রতীক নয়—এটি জনগণের অধিকার, মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক,” জানান তিনি।
“এখন অন্য দিকে তাকানোর সময় নয়—লক্ষ্য একটাই ধানের শীষ”
“কেউ কী বলল, কে কী সমালোচনা করল—এখন তা দেখার সময় নেই। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করার যুদ্ধ এখন। আমাদের লক্ষ্য পরিষ্কার—ধানের শীষকে বিজয়ী করা।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ও সংগঠন দেশকে উপহার দিয়ে গেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের সংগ্রাম করেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সংস্কারভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন—এই সবকিছুর বহিঃপ্রকাশ ধানের শীষ। আর তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব ফরিদগঞ্জে তার কাঁধে ন্যস্ত করা হয়েছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার বিশ্বাস, অতীতের মতো এবারও ফরিদগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবে।
বিকালের বৈঠকে কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ ছিল উৎসবমুখর।
সভায় সভাপতিত্ব করেন—
মাওলানা আবুল কালাম
সাবেক সভাপতি, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান
সভায় বক্তব্য রাখেন—
আজিজুর রহমান আজিজ, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক আহ্বায়ক, উপজেলা যুবদল
মাহফুজুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল
আব্বাছ বেপারী, সভাপতি, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি
মোস্তফা কামাল চৌধুরী, সাবেক সহসভাপতি, ইউনিয়ন বিএনপি
আসাদুজ্জামান কালু, সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি
সুজন আখন, সাবেক সভাপতি, ইউনিয়ন ছাত্রদল
পারুল বেগম ও শারমিন করিম, নেত্রী, উপজেলা মহিলা দল
এছাড়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সাধারণ জনগণের পক্ষ থেকেও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং লায়ন হারুনুর রশিদকে আবারও বিজয়ী করতে মাঠে নামার ঘোষণা দেন।
আগামী বাংলাদেশ নির্মাণে ৩১ দফাকে জাতীয় রূপরেখা হিসেবে প্রতিষ্ঠা
ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের ঐক্য
অতীতের মতো এবারও ব্যাপক ভোটে জয়ের আশাবাদ
ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিতে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান।