প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ
তালা’র মানিকহার মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করা লম্পট শিক্ষক খাইরুল ইসলামকে চুড়ান্ত বরখাস্তের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি-২০২২) বেলা সাড়ে ১১টায় মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান’র নিকট চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবীতে অভিযোগ দাখিল করেছেন মাদ্রাসার অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম প্রথম স্ত্রী থাকা সত্বেও প্রাইভেট পড়ানোর সুবাধে ওই মাদ্রাসায় পড়ুয়া ১০ম শ্রেণির ছাত্রী শান্তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। পরবর্তীতে ২১ শে নভেম্বর-২০২১ তারিখে ১০ম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া নাবালিকা ঐ ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে দেড় মাস আত্মগোপনে থাকে মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলাম। পরে ওই শিক্ষক খায়রুল ইসলাম নাবালিকা ছাত্রীকে বিবাহ করেছে বলে সকলের কাছে শিকার করে। ওই ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় নাবালিকা ওই শিক্ষার্থীর পিতা আব্দুল মাজেদ বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরী ও অভিযোগ করে। এসময় পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে মিমাংসার নাম করে ১ম স্ত্রী তামান্না ইসলাম তানিয়াকে ঘর সংসার করার লক্ষ্যে সুচতুর মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলাম তানিয়াকে বাড়ি নিয়ে তার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। তানিয়ার গর্ভে সন্তান এর আবির্ভাব হলে প্রথম সন্তান নষ্ট করে দেন। এভাবে দ্বিতীয় বাচ্চাও নষ্ট করেছে ওই শিক্ষক খায়রুল ইসলাম। তার উপর নির্যাতনের ঘটনায় কলারোয়া উপজেলার বাটরা গ্রামের আব্দুল ওহাব মোড়লের কন্যা দৃষ্টি প্রতিবন্ধী মোছাঃ তামান্না ইয়াসমিন নিজেই বাদী হয়ে বিজ্ঞ আমলী ০৪ নং আদালতে যৌতুক আইনের ৩ ধারায় সিআর ৩২১/২১ মামলা দায়ের করেন। এঘটনায় ২৫ ডিসেম্বর-২০২১ মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষক খায়রুল ইসলামকে স্থায়ী বহিস্কার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। বর্তমানেও মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার অভিযুক্ত ওই শিক্ষক খায়রুল ইসলাম এখনও ছাত্রীদের প্রাইভেট পড়াচ্ছেন এবং প্রতিদিন মাদ্রাসায় অবস্থান করছে। যে কারণে অভিভাবকরা তাদের সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে অনিহা প্রকাশ করছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ইব্রাহীম, আব্দুল ওহাব মোড়ল, মাজহারুল ইসলাম, মোঃ জসিম, মাছুরা খাতুনসহ অভিভাবকবৃন্দ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও সন্তানদের নিরাপত্তার জন্য মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবিতে বিক্ষোভ করে ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন। মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মাদ্রাসা থেকে শিক্ষক খায়রুল ইসলামকে চুড়ান্ত বহিস্কার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Copyright © 2025 Matrijagat. All rights reserved.