জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান–এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগর, আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বের হওয়ার সময় রাত পৌনে ৮টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে। দলমত নির্বিশেষে বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের উপর হামলা শুধু দুঃখজনকই নয়, জাতির জন্য লজ্জাজনকও বটে। রাস্ট্র ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এই হামলার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।