মোঃমঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজারসংলগ্ন মোহনপুর ফিলিং স্টেশন প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সাজান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মিজান মিয়া (৬ নং শাহজাহানপুর), যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুবদলের প্রচার সম্পাদক এম. এস. রিপন মিয়া, শাহজাহানপুর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুবদল নেতা মো. খেজুর খান (সোহেল), শ্রী তপন দেবনাথ, যুবদল নেতা মোহাম্মদ কুদ্দুস মিয়া এবং সাবেক ছাত্রদল সভাপতি (শাহজাহানপুর ইউপি)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিলাদ ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি সকল শহীদের রুহের মাগফিরাত কামনাও করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।