ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি :
পাবনা-৪ (আটঘরিয়া–ঈশ্বরদী) আসনের জামায়াতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেছেন, “আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, দেশে নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। জনগণের সেবক হয়ে কাজ করবে জামায়াত।”শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখা আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ছাত্রদল, যুবদলসহ সব তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ দেশে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু বর্তমান সন্ত্রাসীরা রাস্তায় নেমে এসেছে—এটা অত্যন্ত দুঃখজনক।”অধ্যাপক আবু তালেব মণ্ডল সকল ভেদাভেদ ভুলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে সুপথে আসার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনী প্রচারণায় হামলা-অবরোধ বন্ধ করুন। নারীদের কোরআন শেখার অনুষ্ঠানে হামলা—এ ধরনের কাজ পুরোপুরি অগ্রহণযোগ্য।”তিনি দাবি করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের অবিস্মরণীয় সাফল্য রয়েছে এবং জনগণ মনে করছে—এবার নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা বিজয়ী হবে।ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নতুন নতুন মিল, কলকারখানা স্থাপন করা হবে। সবাইকে কর্মমুখী করা হবে। পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ভাবমূর্তি বিশ্বদরবারে আরও উঁচু করবে।”বিএনপির প্রার্থী সম্পর্কেও বক্তব্য দেন তিনি। বলেন, “হাবিবুর রহমান হাবিব নাকি ঘোষণা দিয়েছেন—ধানের শীষ ছাড়া দাঁড়িপাল্লায় ভোট দিলে জিহ্বা কেটে নেবেন, ইমাম-মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করবেন।
এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয়।”সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং পাবনা-৫ আসনের প্রার্থী প্রিন্সি ইকবাল হুসাইন। আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লার সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দীন, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ, লক্ষীপুর ইউনিয়নের আমীর মিজানুর রহমান, দেবোত্তর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল সালাম, পৌর জামায়াতের আমীর মামুনুর রহমান লিটন, চাঁদভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ অলিউল্লাহ, মাজপাড়া ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল মুকিমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।