মোঃরুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া
**ব্রাহ্মণবাড়িয়া, ২২ নভেম্বর (শনিবার): বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা, হামলা ও একাধিক মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ ৩ বছর প্রবাসে কাটাতে বাধ্য হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. ইয়ামিন রুবেল। অবশেষে ‘নতুন বাংলাদেশ’ গঠনের পর আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় তিনি দেশে ফিরেছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ফুলের তোড়া ও মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
*মাছিহাতা ইউনিয়ন:* ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুমান খান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক ইকবাল এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার যুগ্ম আহ্বায়ক মো. জীবন, মো. খোকন মিয়া, আল আমিন, মো. আক্তার, নজরুল, আনিছ, বিল্লাল, হাবিব, মো. মহন, সুমন, মামুন, তুফায়েল, জুনাইদ, শরিফ ও মোস্তফা।
*সদর উপজেলা ও ছাত্র নেতৃত্ব:* সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ডিকল, কলেজ কমিটির সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. আনাম।
*বাসুদেব ইউনিয়ন যুবদল:* মো. সুমন মাহমুদ রাজু, জাহিদুল ইসলাম, মানিক, মারুফ, সোহেল রানা ও ওবায়দুল্লাহ।
*সুলতানপুর ইউনিয়ন:* ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সৌরভ, মুজাম্মেল, ইয়াছিন ও আলমগীর পাঠান।
*রামরাইল ইউনিয়ন যুবদল:* ইউছুফ, অনিক, সিজান, আরমান ও জাকারিয়া প্রমুখ।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ নির্বাসন কাটিয়ে প্রিয় নেতার প্রত্যাবর্তনে এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।