বিশেষ প্রতিনিধি এস এম জসিম
এ সময় থানার ভেতরে ছবি ও ভিডিও নিতে থাকেন রায়হান।
পুলিশ বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের মারধর ও ধাক্কাধাক্কি করেন।
পরে অন্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রামের হাটহাজারীতে থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম মো. রায়হান (২৬)। তিনি হাটহাজারী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে হাটহাজারী থানার ভেতরে এ ঘটনা ঘটে। রায়হান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তবে জামায়াতে ইসলামী নেতারা জানিয়েছেন বর্তমানে তিনি কোনো সাংগঠনিক পদে নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বণিক বার্তাকে বলেন, দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় থানার ভেতরে ছবি ও ভিডিও নিতে থাকেন রায়হান। পুলিশ বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের মারধর ও ধাক্কাধাক্কি করেন। পরে অন্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, মঙ্গলবার হাটহাজারীতে এক স্কুলছাত্র সহপাঠীদের হাতে খুন হয়। ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আসামিদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করেন রায়হান। সে সময় পুলিশ সদস্যদের হুমকিও দেন তিনি।
এর আগে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের পর ভোট গণনার সময় এক নম্বর গেট এলাকায় বিএনপি-ছাত্রদল এবং জামায়াতে ইসলামী – ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় তিনিও অভিযুক্ত ছিলেন। ওই মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।